Bloger.com here you search herupas.blogspot.com .Amazing Beautiful Nature Video and Natural Blog.Here you can watch and enjoy it .I am a bloger too.I can make a beautiful natural video .
Saturday, August 13, 2022
How You Can Chose Best Engineering College In West Bengal .
IEM kolkata,Heritage Institute Of Technology, Narula Insyitute Of Technology, Haldia Institute Of Technology, Amity University Of kolkata,Technology India University Kolkata .Details check below.
Saturday, August 06, 2022
আমার ছেলেবেলা
আমি একজন সাধারণ মানুষ ,খুব ই সাধারণ ঘরের এক মেয়ে।আমার ছোট বেলার বেশিরভাগ সময়ই কেটেছ আমার মামার বাড়ির লোকজন এর সাথে। আমার মা স্কুল এর দিদিমনি ছিলেন। আমি আর আমার বোন দুই জন মামার বাড়ি থাকতাম, মা স্কুল যাবার আগে আমাদের রোজ মামার বাড়ি দিয়ে তার পর আবার স্কুল যেতো ।আমারা তখন খুবই ছোট ছিলাম। আমি সবে স্কুলে ভর্তি হয়েছি,বোন আমার থেকে বছর চারেক ছোট। মা খুব কষ্ট করত । আস্তে আস্তে আমরা সব বড় হলেও এখনও আগের কথা মনে পড়ে।কোনও কোনও দিন আমার দাদু মানে মা এর বাবা আমাদের বাড়ি এসে থাকতেন রাত এর দিকে কেননা আমার বাবার এমারজেনসি চাকরি ছিল, নাইট ডিউটি থাকত তখন আমারা রাতে একা থাকতাম না। ভোর বেলা পাঁচ টার সময় আমি দাদুর সাথে বেরোতাম মামার বাড়ির উদ্দেশ্যে ,কেননা সকাল আটটা নাগাদ দাদু অফিস যাবার জন্য বেরোতো।সেই সব দিন এর কথা মনে এলে,মনটা ভারাক্রান্ত হয়, খুব কষ্ট পাই। ছোট বেলায় দাদু দিদা ভালবাসার অনেক পেয়েছি তার জন্য কোন আক্ষেপ নেই। আর পেয়েছি ভাল বন্ধুর মত মাসি মামা যারা জীবনের প্রথম দিন থেকেই আমাদের সবার সাথে মিলে মিশে থাকতে শিখিয়েছে ।এখন সবাই একা একাই থাকে ।এখন আর সবাই একমত হয়ে,এক সাথেও থাকতে চায় না ।সবাই এখন খুব সার্থপর হয়েগেছে ।আস্তে আস্তে পুরোনো সব কিছুই প্রকৃতি থেকে সমাজ থেকে চলে যাচ্ছে ।আমরা কি একটুও ভালো একজন মানুষ হতে পারি না ।।
Wednesday, March 02, 2022
বাংলা সিরিয়াল হযবরল
আমরা সবাই একটু আধটু বাংলা সিরিয়াল দেখি।বিভিন্ন চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে।বিভিন্ন চ্যানেল গুলোর বিভিন্ন সিরিয়াল যা দেখে দেখে মানুষের মাথা খারাপ হতে বাধ্য। কোনটা ছেড়ে কোনটার কথা বলব। তবে হ্যা কিছু মানুষের খানিকটা সময় কাটানোর এক রকম উপাদান। আবার কিছু মানুষের পেশা ও বটে। তাই বলি কি এগুলি দেখুন,কিন্ত এগুলোর কোন বাস্তব ভিত্তি নেই, তাই এই গল্প লেখার জন্য ওদের ধন্যবাদ জানাই শুধুমাত্র তাদের পেশার জন্য। আর কিছু মানুষের সময় কেটে যাওয়ার জন্য। তবে সব কিছুর দুই দিক থাকে,একটি সুন্দর আর একটি খারাপ। কোনটি আমরা নেবো আর কোনটি নেবো না তা আমাদের কেই ঠিক করতে হবে।আমাদের রোজকার জীবনে দুই এর ই দরকার আছে। যাইহোক সবাই ভালভাবে থাকবেন। সমস্ত সতর্কতা গুলি মেনেই চলবেন ,করোনা নামক বিশেষ মহামারী থেকে দূরে থাকার জন্য। আমাদের আবার দেখা হবে,আজ এই পর্যন্তই বন্ধুরা ,আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা জানাই।
Subscribe to:
Posts (Atom)
Revus Natural Blog
Hybride Solar Eclipse on next day 20/4/23
Solar eclipse 2023 on Thursday 20/4/23. This solar eclipse is hybrid solar eclipse.This is rare hybrid celestial eclipse event.This eclipse ...
-
Solar eclipse 2023 on Thursday 20/4/23. This solar eclipse is hybrid solar eclipse.This is rare hybrid celestial eclipse event.This eclipse ...
-
volcanoes may signal eruptionANCHORAGE, Alaska – A second volcano in remote Alaska is experiencing elevated earthquake activity this week, s...