Wednesday, February 02, 2022

কর্পূর কে আমরা কি ভাবে কাজে লাগাবো ?

এক টুকরো কর্পূর একটি কাপ এ রেখে জল দিয়ে সেটি রেখে দিলে অনেক উপকার পাওয়া যায়।যেমন কাপটি খাট এর নীচে রাখলে ঘরে মশার উপদ্রব  কমবে।রান্না ঘরে রাখলে মাছি বা অন্য  পোকামাকর এর হাত থেকে রেহাই  পাওয়া যাবে।আবার  এক টুকরো কর্পূর মাথায় লাগানোর  তেল এ মিশিয়ে রেখে দিলে এবং সেই তেল নিয়মিত মাথায় লাগালে খুব ভাল ফল পাওয়া যায়।নারকেল তেল এর সাথে কর্পূর মিশিয়ে লাগালে পা ফাটা কমে যায়।ঘরেতে কর্পূর রাখলে ঘর থেকে নেগেটিভ  এনার্জি চলে গিয়ে ঘরেতে পজিটিভ এনার্জির আগমন ঘটে।বিছানার চারদিকে একটু কর্পূর ছিটিয়ে দিলে মশা হবে না।এগুলি নিয়মিত করলে ভাল ফল অবশ্যই  পাওয়া যাবে।

No comments:

Revus Natural Blog

Hybride Solar Eclipse on next day 20/4/23

Solar eclipse 2023 on Thursday 20/4/23. This solar eclipse is hybrid solar eclipse.This is rare hybrid celestial eclipse event.This eclipse ...